counter হরিপুরে এমপি দবিরুলের ১০লক্ষ টাকা বরাদ্দে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্ভোধন করেন-সুজন

বৃহস্পতিবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ

হরিপুরে এমপি দবিরুলের ১০লক্ষ টাকা বরাদ্দে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্ভোধন করেন-সুজন

  • 346
    Shares

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার আমগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বি-তলা ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে প্রধান অতিথি হয়ে ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

এসময় তিনি বলেন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর পক্ষ থেকে ইতিপূর্বে একতলা ভবন নির্মাণের জন্য ৫ লক্ষ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। আজ আবার দ্বিতল ভবন নির্মাণের জন্য আরও ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করার ঘোষণা করা হলো। কাজ চলাকালিন সময়ে সেই অর্থ মসজিদ কমিটির কাছে হস্তান্ত করা হবে।

উদ্বোধণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আব্দুল কায়ুম পুস্প সহ জেলা-উপজেলা আ’লীগের নেতাকর্মী ও মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় লোকজন।

এই বিভাগের আরো খবর