counter সুশান্তের মৃত্যু,ঝড় সামলাতে পরছে না আলিয়া-কারিনা

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২০ ইং, ২৫শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

সুশান্তের মৃত্যু,ঝড় সামলাতে পরছে না আলিয়া-কারিনা

  • 17
    Shares

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে স্বজনপোষণের অভিযোগ নিয়ে বলিউডের একাংশের বিরুদ্ধে একের পর এক তোপ ক্ষোভ প্রকাশ করছেন ভক্তরা। সেই কারণে ট্যুইটার থেকে সরে গিয়েছেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর মতো ট্যুইটার থেকে সরে না গেলেও, নেটিজেনদের আক্রমণের একের পর এক তুখোড় জবাব দিতে শুরু করেছেন সোনম কাপুর। সোনাক্ষী এবং সোনমের পর আলিয়া এবং কারিনা কি করলেন জানেন!

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কফি উইথ করণের একটি এপিসোড ভাইরাল হয়।  যেখানে কে সুশান্ত বলে প্রশ্ন করতে শোনা যায় আলিয়াকে। অন্যদিকে একটি টক শো-তে হাজির হয়ে করিনা জানান, তিনি সারাকে পরামর্শ দিয়েছেন, তাঁর প্রথম সিনেমার হিরোর সঙ্গে যেন ডেট না করেন। প্রসঙ্গত, পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন সারা আলি খান।

এই বিভাগের আরো খবর