counter সারাবিশ্বে ১০০৪৮ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

সোমবার, ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ

সারাবিশ্বে ১০০৪৮ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

১৭৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় ইতালি এখন সবার ওপরে । ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের প্রাণহানির ঘটেছে। ইতালি ছাড়িয়ে গেছে করোনার উৎস চীনকেও। ইউরোপের এই দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে।

করোনাভাইরাসের আতঙ্কে অনেক দেশই অবরুদ্ধ (লক ডাউন) হয়ে পড়েছে। বহু দেশে দোকান-পাট, ব্যবসায় বাণিজ্য, স্কুল, কলেজ সব বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইতালিতে গত বুধবারই একদিনে প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন। এখন পর্যন্ত এটাই কোনও দেশের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এই বিভাগের আরো খবর