counter মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

  • 79
    Shares
আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

করোনা মহামারীর কারণে শুক্রবার স্থানীয় সময় সকাল থেকেই দেশগুলোর বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, দুবাই, শারজাহর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে।

ফজরের নামাজের পর থেকে সকল মসজিদে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আমিরাতের প্রতিটি মসজিদ।

আবুধাবিতে ৬টা ৭ মিনিটে, আল আইনে ৬টা ১ মিনিটে, শারজায় ৬টা ২ মিনিটে, আজমানে ৬টা ২ মিনিটে, ফুজাইরায় ৫টা ৫৮ মিনিটে, উম্মে আল কুইনে ৬টা ১ মিনিটে ও রাস আল খাইমায় ৫টা ৫৯ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে মুসলমানদের বড় ধরনের এ উৎসব ঘিরে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশগুলোর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে।

এই বিভাগের আরো খবর