counter ভারতে তৈরি হচ্ছে নকিয়া, কমবে দাম

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২০ ইং, ২৫শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

ভারতে তৈরি হচ্ছে নকিয়া, কমবে দাম

  • 2
    Shares

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতে তৈরি হচ্ছে ফিনল্যান্ডের নকিয়া ফোন। এতে ধারণা করা হচ্ছে ফোনের দাম কমবে। জুলাই মাসে বাজারে আসবে ফোনটি।

নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ভারতে বহু আগেই কারখানা খুলেছে। সেই কারখানায় উৎপাদনও শুরু হয়েছে।

সম্প্রতি মেড ইন ইন্ডিয়া ট্যাগযুক্ত নকিয়া ৫.৩ দেশটির বাজারে বিক্রির ঘোষণা দেয়া হয়েছে।

জানা গেছে, ভারতে তৈরি নকিয়া ফোন ভারতের চাহিদা মিটিয়ে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটানসহ এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বাজারে বিক্রি করা হবে।

ভারতে ফোনের উৎপাদন খরচ কম হওয়াতে নকিয়া ফোনের দাম কিছুটা কমবে। বর্তমানে চীন, ফিনল্যান্ড, ইউরোপ ছাড়াও বেশ কিছু দেশে নকিয়া তাদের ফোন উৎপাদন করে।

নকিয়া ৫.৩ মডেলটিতে দুইটি ভার্সনে আসবে। ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে ফোনটি পাওয়া যাবে। এতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৬ চিপসেট।

এই বিভাগের আরো খবর