counter বালিয়াডাঙ্গীতে গলাই ফাঁস দিয়ে দু'জনের আত্মহত্যা

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২০ ইং, ২৫শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে গলাই ফাঁস দিয়ে দু’জনের আত্মহত্যা

  • 195
    Shares

এসএম মশিউর রহমান সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পৃথক পৃথক স্থানে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ ও এক কৃষক গলাই ফাঁসদিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

পাড়িয়া ইউপি চেয়ারম্যান জানান, রায়মহল গ্রামের লুৎফর রহমানের স্ত্রী আদুরী বেগম (২৫) শুক্রবার বিকালে শ্বাশুড়ীর-বৌমার মধ্যে ঝগরা জেরে গলাই ফাঁসদেয়।

অপরদিকে দুওসুও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, দুওসুও জিয়াখোর ঝাকোপাড়া গ্রামের কৃষ্ণনাথ দেব ছেলে শ্রী. ঋতু রাম সিংহ(৪০) জমি-জমার কলহের জেরে গত বৃহস্পতিবার বিকালে গলাই ফাঁসদিয়ে আত্মহত্যা করেছে।

এই বিভাগের আরো খবর