counter বড়পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ১ লক্ষ ৭৪ হাজার টাকা প্রদান করেন-সুজন

শনিবার, ১৫ই মে, ২০২১ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ

বড়পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ১ লক্ষ ৭৪ হাজার টাকা প্রদান করেন-সুজন

  • 179
    Shares

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশ বাস্তবায়নের মধ্য দিয়ে মাজহারুল ইসলাম সুজনের এর হাত ধরেই দিন বদলের টানে ঠাকুরগাঁও ২ আসন এগিয়ে যাচ্ছে সম্মুখ পানে যার ছোঁয়ায় বালিয়াডাঙ্গী, হরিপুর, ও রানীশংকৈলের একাংশের অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার ১১/১২/২০২০ বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন এর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ঝিগড়া জামে মসজিদ উন্নয়নের জন্য ৪৩৫০০টাকা, কাশুয়া পুলহাট জামে মসজিদ উন্নয়নের জন্য ৪৩৫০০টাকা, কাশুয়া মালধরিয়াপাড়া ও আলিয়াডাঙ্গী জামে মসজিদ উন্নয়নের জন্য ৪৩৫০০টাকা, সরকার বস্তি জামে মসজিদ ও কইকুরী জামে মসজিদ উন্নয়নের জন্য ৪৩৫০০টাকা সর্বমোট নগদ ১ লক্ষ ৭৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।।

এই সময় আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি প্রতিনিধি হয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে উন্নয়নের জন্য নগদ অর্থ তুলে দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন আরো উলস্তিথ ছিলেন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সুজন বলেন,ঠাকুরগাঁও ২ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে আগামীতেই এই ধারা অব্যাহত থাকবে।।

এই বিভাগের আরো খবর