counter পলাশে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের মাঝে খাদ্য সামগ্রী, ফলমূল বিতরণ

বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২০ ইং, ১৮ই আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

পলাশে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের মাঝে খাদ্য সামগ্রী, ফলমূল বিতরণ

  • 65
    Shares

মাসুদ খান, (পলাশ) নরসিংদীঃ নরসিংদীর পলাশ থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের মাঝে খাদ্য সামগ্রী, ফলমূল বিতরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার তদারকি অব্যাহত।  শনিবার( ২৭ জুন) পলাশ থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মোঃ নাসির উদ্দিন থানা এলাকায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ফলমূল বিতরণ করেন। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের লক্ষ্যে জনতা জুট মিল ও বাংলাদেশ জুট মিল তদারকি করেন। এই সময় জনতা জুট মিল ও বাংলাদেশ জুট মিলের জিএম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অফিসার ইনর্চাজ শ্রমিকদের স্বাস্থ্য বিধি মেনে চলার প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করেন। লকডাউন চলাকালীন সময়ে পলাশ থানা পুলিশের পূর্বের ন্যয় জরুরী সেবা, সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে পলাশ থানা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর