counter নোয়াখালীতে জ্বর-গলাব্যথায় এক যুবকের মৃত্যু, পরিবার কোয়ারেন্টিনে

সোমবার, ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ

নোয়াখালীতে জ্বর-গলাব্যথায় এক যুবকের মৃত্যু, পরিবার কোয়ারেন্টিনে

  • 108
    Shares

জ্বর ও গলাব্যথায় নোয়াখালীর চৌমুহনীতে নিলয় (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টিম গভীর রাত পর্যন্ত মৃতদেহের ওপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ঢাকায় নমুনা পাঠায়।

তবে করোনাভাইরাসে নিলয়ের মৃত্যু হয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে বলে জানান সিভিল সার্জন ডা. মমিনুর রহমান।

এ ঘটনার খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ নিলয়ের বাসভবনসহ আশপাশের কয়েকটি বাসা লকডাউন করে দেয়। এদিকে সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, গতকাল রাতেই নিলয়ের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি করোনাভাইরাসে মারা গেছেন কিনা, তা রিপোর্ট আসার পরে নিশ্চিতভাবে বলা যাবে।

এই বিভাগের আরো খবর