counter নরসিংদীর মাধবদীতে বসু হত্যা খুনিদের ফাসির দাবীতে বানববন্ধন

বৃহস্পতিবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ

নরসিংদীর মাধবদীতে বসু হত্যা খুনিদের ফাসির দাবীতে বানববন্ধন

  • 128
    Shares

দিনার চৌধুরীঃ নরসিংদী জেলার মাধবদী থানাধীন দক্ষিন চরভাসানিয়ায় গ্রামের বশির মোল্লা বসু হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকাল ১১টায় দড়ি চরভাসানিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সাবেক মেম্বার হারুন, সাবেক মেম্বার হেলাল উদ্দিন, ব্যবসায়ী মজিবুর প্রমুখ। বক্তারা বলেন গত ৪ ফেব্রুয়ারি বশির মোল্লা বসু হত্যার সাথে জড়ির আবু দাইয়ান সহ সকলকে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।


উল্লেখ, নিহত বশির মোল্লা বসু নরসিংদী মাধবদীর চরভাসানিয়া ভাটিচর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। ঘটনার পরদিন মৃত বসু মিয়ার ভাই বাদী হয়ে মাধবদী থানায় হত্যা মামালা দায়ের করে।

এই বিভাগের আরো খবর