counter নওগাঁর রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে সুরক্ষা সমগ্রী বিতরণ

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে সুরক্ষা সমগ্রী বিতরণ

  • 2
    Shares

রহিদুল ইসলাম রাইপ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে সুরক্ষা সমগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস থেকে নিজেদের নিরাপদে রাখার লক্ষ্যে জেলার রাণীনগর উপজেলার দফাদার ও গ্রাম পুলিশের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তি উদ্দ্যেগে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো বিতরণ করেন।

বৃহস্পতিবার থানা প্রাঙ্গনে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহুরুল হক। তিনি উপজেলার ৬৫জন দফাদার ও গ্রাম পুলিশের মাঝে হ্যান্ড গ্রেভস, মাস্ক ও সাবান বিতরণ করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিরলস ভাবে কাজ করে আসছে এই সব দফাদার ও গ্রাম পুলিশের সদস্যরা। তাদের নিরাপত্তার কথা ভাবে কয়জন। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। কিন্তু এই দুর্যোগকালীন সময়ে এই সব মানুষরা পুলিশ প্রশাসনকে যে ভাবে সহযোগিতা করে আসছে তা কখনো ভুলবার নয়। আমি আশা রাখি আমার এই ক্ষুদ্র উপহারগুলো এই সব মানুষদের উপকারে আসবে।

এই বিভাগের আরো খবর