counter ড. মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

ড. মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

  • 4
    Shares

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আজ সোমবার টুইটারে ড. এস জয়শঙ্কর এ তথ্য জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। দুই দেশের যৌথ পরামর্শ কমিশন (জেসিসি) বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। আমাদের নেতাদের লক্ষ্য অনুযায়ী আমরা তা বাস্তবায়নে একযোগে কাজ করব।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ১৮-১৯ আগস্ট ঢাকা সফরকালেও জেসিসি বৈঠক খুব শিগগিরই অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে। সে অনুযায়ী শিগগিরই এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এই বিভাগের আরো খবর