counter ঠাকুরগাঁও ২ আসনে ২৫০০ কর্মবঞ্চিত পরিবার পেল এম পি দবিরুলের ঈদ উপহার

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও ২ আসনে ২৫০০ কর্মবঞ্চিত পরিবার পেল এম পি দবিরুলের ঈদ উপহার

  • 206
    Shares

আল-ফেরদৌস (রানা) বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও : গতকাল ২৩/০৫/২০ ও আজ ২৪/০৫/২০ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও -২ আসনে হরিপুর,বালিয়াডাঙ্গী ধর্মগড় ও কাশিপুর নির্বাচনী এলাকায় নিজে এবং দলীয় নেতাকর্মীদের দিয়ে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশনায় ২৫০০শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সেমাই,চিনি ও দুধ বিতরন করা হয়।।

আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেবের প্রতিনিধি হয়ে বিতরন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মো: মাজহারুল ইসলাম সুজন।

মাজহারুল ইসলাম সুজন বলেন, এবার কঠিন সময়ের মধ্য দিয়ে ঠাকুরগাঁও ২ আসনের জনগন ঈদের এই আনন্দের সময় পার করছে। অদৃশ্য শক্তি করোনার সাথে লড়াই করে দেশের মধ্যে করোনা হটস্পট খ্যাত এই জেলার মানুষ টিকে আছে। প্রতিদিন এখানে আক্রান্তের সংখ্যা বাড়লেও মানুষ চেষ্টা করছে যেন করোনাকে জয় করে দ্রুত এ অবস্থা থেকে উত্তরণ করা যায়।

ইতোমধ্যে ঈদের এই আনন্দ আমরা একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে চেষ্টা করছি। সামনের দিনেও আমরা আমাদের পাশের মানুষটির খোঁজ খবর রেখে একে অপরের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এ আসন কে ক্ষুদামুক্ত রাখতে চেষ্টা করবো।

এই বিভাগের আরো খবর