counter চবি ভিসির স্বামীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

চবি ভিসির স্বামীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

  • 3
    Shares

ডেস্ক নিউজ :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর উপাচার্য প্রফেসর ড. শিরীন আক্তারের স্বামী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লতিফুল আলম চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

গত ১৩ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লতিফুল আলম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নেন। এক সপ্তাহ চিকিৎসার পর করোনামুক্ত হলেও নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ২৬ জুলাই লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর