counter গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন এম পি দবিরুল

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন এম পি দবিরুল

  • 575
    Shares

আল-ফেরদৌস (রানা) বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া ৫০ লাখ গরিব ও দুস্থ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি পরিবারকে আড়াই হাজার টাকা ঈদের আগেই দেয়া হবে।।

আজ সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

একই সঙ্গে প্রধানমন্ত্রী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে স্নাতক ও সমমানের-২০১৯ সালের শিক্ষা উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন এবং ০৪টি জেলার উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

ঠাকুরগাঁও জেলা থেকে কনফারেন্সে উপস্থিত ছিলেন সাত বারের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়, জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম সুজন সহ বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ এবং আওয়ামীলীগের নেতা কর্মীবিন্দ।।

এই বিভাগের আরো খবর