counter এমপি দবিরুলের বরাদ্দে লাহিড়ী জামে মসজিদ উন্নয়নের জন্য এক লক্ষ টাকা প্রদান করেন-সুজন

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ

এমপি দবিরুলের বরাদ্দে লাহিড়ী জামে মসজিদ উন্নয়নের জন্য এক লক্ষ টাকা প্রদান করেন-সুজন

  • 704
    Shares

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল দেশ গড়ার প্রচেষ্টায় আলহাজ্ব দবিরুল ইসলাম এম পির সুযোগ্য সন্তান প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন মানবতার সেবায় নিবেদিত । সমাজের সকল শ্রেণীর নাগরীর মানুষের পাশে দাড়াতে প্রতিনিয়ত ছুটে চলছে মোঃ মাজহারুল ইসলাম সুজন।

থেমে নেই ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়ন তারই ধারাবাহিকতায় আজ ২১/০৮/২০ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের পর লাহিড়ী হাট জামে মসজিদ উন্নয়নের জন্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদানের ডি,ও মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়।।

এই সময় আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেবের প্রতিনিধি হয়ে অনুদানের ডি,ও প্রদান করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মো: মাজহারুল ইসলাম সুজন। আরো উপস্থিথ ছিলেন লাহীড়ি আঞ্চলিক শাখার ছাত্রলীগের সভাপতি মো: মোশারফ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

সুজন বলেন,বঙ্গবন্ধুর নীতি, নৈতিকতা, সততা ও আদর্শ মনে প্রাণে ধারণ করে দেশ ও দশের কল্যাণে কাজ করে যাবো।

এই বিভাগের আরো খবর