counter ইনস্টাগ্রাম থেকে মেসেঞ্জারেও চ্যাট

বুধবার, ২১শে অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ

ইনস্টাগ্রাম থেকে মেসেঞ্জারেও চ্যাট

  • 2
    Shares

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীদের পরস্পরের সঙ্গে চ্যাটিংয়ের সুযোগ দিতে শুরু হয়েছে আপডেট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অনেক আইওএস এবং অ্যানড্রয়েড ডিভাইস ব্যবহারকারী নিজেদের ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপে নোটিফিকেশন পান। সেখানে লেখা ছিল ‘এ নিউ ওয়ে টু মেসেজ’। একই সঙ্গে সেখানে অনেক নতুন ইমোজিসহ একটি লেখা দেখা যায়, ‘ফেসবুক ব্যবহারকারী বন্ধুদের সঙ্গে চ্যাট করুন।’

আপডেটে স্পর্শ করার পর ইনস্টাগ্রামের ওপরের ডান কোনার ডিএম আইকন ফেসবুক মেসেঞ্জার লোগোতে প্রতিস্থাপন হয়। তবে আপডেট আসা শুরু করলেও ঠিক এ মুহূর্তেই ফেসবুক ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে চ্যাটিং করতে পারছেন না। কবে নাগাদ এভাবে চ্যাট করা যাবে, সে বিষয়টি এখনো নিশ্চিত করে জানা যায়নি। অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গেও মেসেঞ্জার একত্র হওয়ার বিষয়টি গত বছরেই জানিয়ে রেখেছিল অ্যাপ দুটির মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক।

সূত্র : দ্য ভার্জ

এই বিভাগের আরো খবর