counter ইতালিতে একদিনেই সর্বোচ্চ ৯৬৯ জনের প্রাণহানি

সোমবার, ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ

ইতালিতে একদিনেই সর্বোচ্চ ৯৬৯ জনের প্রাণহানি

  • 126
    Shares

গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৯৬৯ জনের। দেশটিতে এ নিয়ে মোট ৯ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। চিকিৎসাধীন আছেন ৬৬ হাজার ৪১৪ জন। চিকিৎসাধীন ৬৬ হাজার ৪১৪ জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ৬২ হাজার ৬৮২ জন। বাকি ৩ হাজার ৭৩২ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯৫০ জন।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে গত বছরের শেষদিকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে।

ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

এই বিভাগের আরো খবর