counter আমিরাতে বিবিএফ ইউএই এর অভিষেক

সোমবার, ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ

আমিরাতে বিবিএফ ইউএই এর অভিষেক

  • 14
    Shares

নিজস্ব প্রতিবেদকঃ

আমিরাতে বাংলাদেশিরা ব্যবসায়ের মাধ্যমে নিজের দেশকে তুলে ধরছেন। ব্যবসায়িরা নিজের দেশের পণ্য এবং শ্রমিকের কাজের সুযোগ করে দিয়ে আমিরাতের মাটিতে বাংলাদেশ সুনাম বৃদ্ধি করছেন প্রতিনিয়ত। বিবিএফ ইউএই এর অভিষেক, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল।

তিনি বলেন, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটে যে জাতির পিতা বঙ্গবন্ধুর যে মুরাল স্থাপন করেছেন তার জন্যে আন্তরিক ধন্যবাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চৌধুরী মোঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি আবুল ফজল ফজল বিকম, আন্তর্জাতিক সম্পাদক জাফর চৌধুরী।

সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি কামাল হোসাইন সুমনের  ও সঞ্চালনায় ছিলেন তরিকুল ইসলাম।

এই বিভাগের আরো খবর